এবারের গ্রীষ্মটা যাকে বলে ধইঞ্চা মার্কা। সারাদিন বাঁশ ফাটা রোদ। ঘাম শরীর থেকে এমন ভাবে বের হয় যেন শরীরের ভিতরে অসংখ্য ছিদ্র দিয়ে বিরতিহীন পানি ঝরছে। আর এই কারণে গলাটা সারাদিন শিরিষ কাগজের মত খসখসে। পানি খাইলেও মন বলে আরও কিছু খা। সরবত খা, আইসক্রিম খা। গ্রামে আইসক্রিমের একটাই দোকান। এই গরমে তাই...